অর্ণব মৈত্রঃ দেগঙ্গার বেড়াচাঁপায় দ্বারোদঘাটন হলো চন্দ্রকেতুগড় সংগ্ৰহশালার।দ্বারোদঘাটন করেন বারাসতের সাংসদ মাননীয়া কাকুলি ঘোষ দস্তিদার।
এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ ইদ্রিস আলী,জেলাশাসক অন্তরা আচার্য,অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সুরজিৎ বোস, বিধায়ক রথীন ঘোষ |
,জেলা পরিষদের বন,ভূমির কর্মাধক্ষ্য এ কে এম ফারহাদ,দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি,সহ সভাপতি তুষার দাস,দেগঙ্গার সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অনিন্দ্য ভট্টাচার্য,পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধক্ষ্য আনিসুর রহমান সহ অনান্য বিশিষ্টজনরা।