নিজস্ব প্রতিনিধি :প্রতি বছরের ন্যায় এবছরও দুস্থ, অনাথ পথ শিশুদের সাথে বড়দিনের আনন্দ ভাগ করে নিলেন প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারন সম্পাদক শ্রী সম্রাট তপাদার।
প্রায় ১৫০ জন শিশুদের হাতে বড়দিনের উপহার হিসাবে শিক্ষার সরঞ্জাম, সান্তার টুপি, কেক, মিস্টি, খেলনা ইত্যাদি তুলে দিলেন সম্রাট।
সম্রাটের সাথে ছিলেন কাউন্সিলর রমেশ সাউ, যুব নেতা দেবজিত মুখার্জি, রনবির ঘোষ ও আরও অনেকে।