নিজস্ব প্রতিনিধি, চালসা: জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি বার্কিং প্রজাতির হরিণ উদ্ধার করা হল। হরিণটি আহত ছিল। মঙ্গলবার সকালে মেটেলি ব্লকের বাতাবাড়ি বীচ খামার কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ওই হরিণটি উদ্ধার করা হয়।
এদিন স্হানীয় বাসিন্দারা ওই হরিনটিকে দেখতে পান। হরিনটিকে কয়েকটি কুকুর ধরেছিল। তাঁরা হরিণটিকে উদ্ধার করে। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা খামারে চলে আসেন। পরে ধূপঝোরা বিট অফিস থেকে বনকর্মীরা এসে হরিণটিকে নিয়ে যায়। হরিণটি আহত থাকায় সেটিকে চিকিৎসার জন্য লাটাগুড়িতে পাঠানো হয় বলে জানা যায়।