তারাশঙ্কর গুপ্ত, বাঁকুড়ার :উনিশ তারিখ ব্রিগেড সমাবেশের প্রচারে একের পর এক অঞ্চলে প্রস্তুতি সভা করে উনিশের লোকসভার আগে প্রস্তুতি সেরে নিচ্ছে বড়জোড়া তৃণমূল ।
শুক্রবার বড়জোড়ার ঘুটগেড়িয়া সার্বজনীন ক্লাবের ময়দানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ এবং বড়জোড়া অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি কালিদাস মুখার্জির নেতৃত্বে একটি সভা করে বড়জোড়া তৃণমূল ।
“পায়ে পায়ে উড়িয়ে ধূলো, ব্রিগেড সভা ভরিয়ে তোলো”শ্লোগান দিয়ে কালিদাস মুখার্জি জানান শ্রমিক, কৃষক,সংখ্যালঘু মানুষের তৃণমূলের প্রতি আকর্ষণ দিন দিন বাড়ছে ।আমাদের সভা গুলিতে উপচে পড়া ভিড় হচ্ছে ।তিনি আরো জানান আগামী ১২তারিখ বড়জোড়ায় শেষ প্রস্তুতি সভা হবে ।সেখান থেকেই আওয়াজ তোলা হবে ৪২ এ৪২,উনিশে বিজেপি ফিনিশ।
শুক্রবারের সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুখেন বিদ এবং বড়জোড়া অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি কালিদাস মুখার্জি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ ।