নিজস্ব প্রতিনিধি : বারুইপুর: বারুইপুর পদ্মপুকুর কাজিপাড়া সংলগ্ন বাইপাসে লড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।
নাম ইমরান সরদার বয়স 12 বাড়ি বলরাম পুর। শনিবার সকাল দশটা নাগাদ পদ্মপুকুর বাইপাস সংলগ্ন কারখানা থেকে করমচা নিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে সাইকেলের পিছনে ধাক্কা মারলে ইমরান রাস্তার উপর পরে যায়।
ইমরানের উপর থেকেই ঘাতক ট্রাকটি চলে যায়। এলাকার লোক গাড়ি ও গাড়ির খালাসিকে ধরে ফেলে। পুলিশ গাড়ি ও খালাসিকে আটক করেছে। পলাতক গাড়ির চালক। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ।