নিজস্ব প্রতিনিধি : ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের বালিরপর গ্রামে।
রায়গঞ্জ শহরের দমকল কেন্দ্র থেকে গ্রামটি বেশ কিছুটা দূরে হওয়ায় দমকল পৌঁছানোর আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাড়িগুলি। তবে রায়গঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফলে আগুন গোটা গ্রামে ছড়াতে পারেনি।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের বালিরপর গ্রামের বাসিন্দা আকালু শেখের বাড়িতে প্রথম আগুন দেখতে পান গ্রামের বাসিন্দারা। শুকনোর জন্য খরের গাদা থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে গ্রামের পাঁচটি বাড়ি।
রায়গঞ্জ থেকে দমকল বাহিনী আসার আগে পর্যন্ত গ্রামবাসীরাই আগুন নেভানোর চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেননি। আকালু বর্মনের বাড়িসহ আরও চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরে রায়গঞ্জ থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।