সংবাদদাতা : বাড়িতে কাজের জন্য লোক দরকার। বেতন ভারতীয় মুদ্রাতে মাত্র ১২লক্ষ টাকা। সাথে আরও একাধিক সুযোগ সুবিধা।
চমকে গেলেন ! হা চমকানো তো স্বাভাবিক। যেকোনো বাড়ির কাজের লোক তো নয়। রাজ বাড়ির গৃহস্থালির কাজের জন্য লোক দরকার।
আর রাজ বাড়ির বেতন তো একটু বেশি হবেই। সম্প্রতি বাকিংহাম প্যালেসের ওয়েবসাইটে কাজের লোকের জন্য বিজ্ঞপন দেওয়া হয়েছে।
বিজ্ঞপনে স্পষ্ট করে বলা হয়েছে, কর্মপ্রাথীদের কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই। থালা বাসন পরিষ্কার করতে পারলেই হবে। বেতন প্রতিমাসে ১৭০০০ ইউরো।
ওয়েবসাইটে আরও বলা হয়েছে, বছরে ৩৩দিন ছুটি মিলবে। সুযোগ থাকবে সারা পৃথিবী ঘোরার। চাকরি শেষে পাবেন পেনশন। #