সন্তু দত্ত :- পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের মনিয়ারী ফুটবল মাঠে বিডিও দীপ্যমান মজুমদার এর হাতে উদ্বোধন হল ২৬ তম বর্ষ গঙ্গা পূজা ও গঙ্গা মেলা ২০১৯।
মনিয়ারী ,বাবলা, নবাবগঞ্জ বালিখাদান শ্রমিক বৃন্দ দের পরিচালনায় এই মেলা ও পূজা হয়ে আসছে।
পূজা ২৬ বছর ধরে হলেও মেলা শুরু হয়েছে ২ বছর। মূলত দ্বারকেশ্বর নদীর পাড়ে এই পূজো অনুষ্ঠিত হয়।
প্রতিবছর বছরের মতো এবছর ও প্রায় ৪৫০০ মানুষের অন্নভোগ খাওয়ানার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চার দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপস্থিত ছিলেন বিডিও দীপ্যমান মজুমদার, যুগ্ম বিডিও পার্থ সারথি রায়চৌধুরি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনসার আলি খা, পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ বৈদ্যনাথ শীল, পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিম উদ্দিন সহ উচালন গ্রাম পঞ্চায়েতের প্রধান দোলন দাস ও উপ প্রধান আনিসুর রহমান।