সন্তু দত্ত পূর্ব বর্ধমান:-ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েত এর টুব গ্রাম অঞ্চলের গ্রামবাসী ও পড়ুয়ারা কলি গ্রাম হাটতলায় বর্ধমান নবদ্বীপ রাস্তা অবরোধ করে।
উলেখ্য দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা থাকায় গ্রামবাসী ও স্কুল পড়ুয়ারা সরব হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ ও অবরোধ করে।
স্কুল পড়ুয়া ও গ্রামবাসীরা জানান কলি গ্রাম থেকে টুব গ্রাম সুতরাং সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল দশা ,ফলে এই রাস্তা দিয়ে কোনোরকম যাতায়াত করে যায়না অন্যদিকে স্কুল পড়ুয়ারা স্কুলে যাওয়ার সময় কোনো চার চাকা এলে তাদের জমিতে নেমে যেতে হয়, এর আগে দুইজন স্কুল পড়ুয়া দুর্ঘটনায় নিহত হয়।
কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধী সড়ক যোজনার জন্য টাকা বরাদ্দ হয়েছে এবং রাস্তার কাজও রীতিমতো শুরু হয়ে গিয়েছিলো, কিনতু গ্রামের তিন জমির মালিক দীনবন্ধু ঘোষ,বংশী ঘোষ,ও মিহির ঘোষ এর অভিযোগ তাদের জমির উপর দুই ফুট জমি নিয়ে রাস্তা সংস্কার করছে এবং তাঁরা গ্রামবাসী ও এলাকার নেতৃত্বের হুমকি দিয়ে কাজ বন্ধ রাখে,জানা যায় তারাও নাকি তৃণমূলের অন্যতম নেতা।
এবিষয়ে এলাকাবাসীরা বলেন তাদের জন্য গ্রামবাসীরা সাফার হবে কেন?
ঘটনাস্থলে দেওয়ান দীঘির থানার পুলিশ এলেও কোনো সুরাহা বের করতে পারে নি ,প্রায় দেড় ঘন্টা ধরে রাস্তা অবরোধ চলে। শেষমেষ BDO এর আশ্বাসে ও তৎপরতায় অবরোধ তুলে নেন গ্রামবাসী ও পড়ুয়ারা।