সন্তু দত্ত: – পূর্ব বর্ধমানের শ্যামসুন্দর কোঅপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লি: এর উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবির করা হল।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না ১ এর বিডিও সৌমেন বণিক,রায়না ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত ও রায়না ১ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন্দ্র নাথ সাঁই।
উদ্যোগ তারা জানায় যে প্রতি বছরের মতো এবছর ও আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রায় ১১০ এর মত রক্তদাতা এখানে রক্ত দেবেন তাদের মধ্যে মহিলা রক্ত দাদা প্রায় ২৬ জনের মত। সমগ্র রক্ত শিবশঙ্কর শেবা সমিতির হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয় শ্যামসুন্দর থানা মোড়ে সোসাইটি র নিজস্ব রুমে।