নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমানের তোড়কনা পদ্মপুকুর পারে শুরু হল স্যার রাসবিহারী ঘোষ স্মরণে সাংস্কৃতিক ও কৃষি মেলা ২০১৮।স্যার রাসবিহারী ঘোষ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে ও উৎসব কমিটির উদ্যোগে চলবে এই মেলা।
আজ একটি পদযাত্রা র মাধ্যমে বসতবাড়ি বাড়ি পরিদর্শন করা করা হয়। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন চলচিত্র অভিনেত্রী পাপিয়া অধিকারী।
এছাড়া উপস্থিত ছিলেন প্রধান অতিথি অভিনেত্রী পাপিয়া অধিকারী, সভাধিপতি সম্পা ধারা,কলকাতার ডেপুটি শেরিফ সমীর ঘোষাল ,গোলসীর বিধায়ক অলোক মাঝি, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, বিশিষ্ট সমাজসেবি গফুর আলি খা, স্বদেশ রায় ও সফিকুল ইসলাম সহ আরো অনেক বিশিষ্ট জনেরা ।