সন্ত দত্ত : পূর্ব বর্ধমানের রায়না ২ ব্লকের উচালন উৎসব শুরু হচ্ছে আগামী ১৮ ই জানুয়ারি থেকে। মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ উচাটন পশ্চিম খণ্ড প্রাথমিক বিদ্যালয়ে একটি অডিশন নেওয়া হল।
মূলত মেলায় যে সমস্ত এলাকার কচিকাঁচা রা অংশ গ্রহণ করবে তাদের ই গান ও নাচের অডিশন নেওয়া হয়।
দুই ধরে চলবে এই অডিশন পর্ব বলে জানায় উদ্যোগতারা।