পূর্ব বর্ধমান :- খণ্ডঘোষ এর গোপালবেড়া অঞ্চলের রাউতাড়া গ্রামের নাবালিকা স্কুল ছাত্রী রজনী সর্দারের বিয়ে ঠিক করেছিলেন তার পরিবার। আজ বিয়ের দিন নির্দিষ্ট হয়। গ্রামের লোকের কাছ থেকে খবর পেয়ে ছাত্রীর বাড়িতে হাজির হন এলাকার বিডিও।
সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েতের আধিকারিকরা। ছাত্রীর বাবা নিজের ভুল স্বীকার করে মুচলেকা লিখে দেন সাবালিকা না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না। রজনী সর্দারও তাতে সম্মতি দেয় এবং জানায় আপাতত সে পড়াশোনা চালিয়ে যেতে চায়।
গোপাল বেড়া অঞ্চলের রাউতাড়া গ্রামে নাবালিকা বিয়ে আটকাতে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।রজনী একলক্ষী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী।