নিজস্ব প্রতিনিধি : পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের নিশ্চিন্তপুর হইতে কৈশড়, ওঁয়াড়ী হয়ে খুন্দপুর তেমাথা পাকা রাস্তার উদ্বোধন করা হল।
উদ্বোধন করলেন খণ্ডঘোষ এর বিধায়ক নবীন বাগ। প্রায় ৮৭৯১২২৯ টাকায় তৈরি হবে এই রাস্তা। বাংলা সরক যোজনা প্রকল্পে এই রাস্তাটি তৈরি হবে।
উপস্থিত ছিলেন বিধায়ক নবীন বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির মৎস ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ সেখ মৈনুউদ্দিন, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতে প্রধান সহ শাঁখারী ১ও ২ নং এর উপপ্রধান ৷