গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ দক্ষিণবঙ্গে প্রথম বর্ধমানে তৈরি হতে চলেছে স্টেট ক্যান্সার হাসপাতাল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে তৈরি হবে এই অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল।
ফলে এরপর থেকে কেবলমাত্র কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের ওপর সাধারণ মানুষকে আর নির্ভর করে থাকতে হবে না।রবিবার বর্ধমানে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্মল মাজি।
প্রায় ৪০কোটি টাকা খরচে জি প্লাস এইট ভবন তৈরি করা হবে।সম্পূর্ণ সরকারি খরচে ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা মিলবে এখানে।
রেড়িও থেরাপি, কেমোথেরাপির সুবিধাতো থাকবেই তার সাথে ভি ভি আর মেশিন,সিটি স্ক্যান,ডিজিটাল এম আর আই ও এক্সরে পরিষেবার সুবিধাও পাওয়া যাবে।উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গের মধ্যে প্রথম পূর্ব-বর্ধমান জেলায় এই স্টেট ক্যান্সার হাসপাতাল হবে।কিছুদিনের মধ্যেই ভবন তৈরির কাজ শুরু হবে বলে জানান বিধায়ক নির্মল মাজি।