৬৪তম রাজ্য স্কুল অনূর্ধ্ব ১৭ মহিলা ফুটবল প্রতিযোগিতার আসর বসেছিল পূর্ব-বর্ধমানের রায়ান ১নং ব্লকের সেহেরাবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন ফুটবল মাঠে ২নভেম্বর থেকে ৪নভেম্বর পর্যন্ত।তিনদিনের এই ফুটবল খেলায় রাজ্যের ১৩টি জেলা অংশগ্রহণ করেছিল।
২নভেম্বর শুক্রবার এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা,সহ সভাধিপতি দেবু টুডু,রায়ানের বিধায়ক নেপাল ঘরুই,ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, গলসির বিধায়ক অলোক মাঝি,জেলা পরিষদের সদস্য উত্তম সেনগুপ্ত সহ প্রমুখ।
রবিবার ৪নভেম্বর ফাইনালে মুখোমুখি হয় বর্ধমান জেলা ও পুরুলিয়া জেলা।ফাইনালে বর্ধমান জেলা ১-০গোলে পুরুলিয়া জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।রানার্স হয় পুরুলিয়া জেলা।তৃতীয় স্থান লাভ করে বীরভূম জেলা।
ফাইনালে ম্যান-অব-দি ম্যাচ নির্বাচিত হয় বর্ধমানের অরুণা বাগ।সেরা গোলকিপার নির্বাচিত হয় বর্ধমানের অদ্রিজা সরখেল।
পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল খেলোয়াড় দেবাশিস কোনার,রায়ান ১নং ব্লকের বিডিও সৌমেন বণিক,বর্ধমান ডিস্ট্রিক ফর স্কুল গেমসের সেক্রেটারী গৌরীশঙ্কর ভট্টাচার্য, বর্ধমান জেলার ফিজিক্যাল এডুকেশন ইউথ ওয়েলফেয়ার দপ্তরের অফিসার বিকাশ চন্দ্র মণ্ডল, পশ্চিমবঙ্গ রাজ্য স্ট্রেট অবজারভার সুভাষ মণ্ডল সহ প্রমুখও ক্রীড়াব্যক্তিত্ব
এখানেই আজ বাংলার হয়ে খেলার সিলেকশ হয়।যে সমস্ত বালিকা বাংলার হয়ে সিলেকশনে নির্বাচিত হয়েছে তারা আগামী ৯ডিসেম্বর থেকে ১২ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় রাজ্যস্তরের খেলায় অংশগ্রহণ করবে।সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষভাবে সঞ্চালনা করেন শ্যামসুন্দর রামলাল অাদর্শ বিদ্যালয়ের শারীরশিক্ষার শিক্ষক তথা রায়ান ১নং ব্লকের স্পোর্টস কাউন্সিলার সেক্রেটারী সুরজিৎ চ্যাটার্জ্জী।