সূর্য চট্টোপাধ্যায়,নদীয়া: সর্বভারতীয় বার কাউন্সিলের আহ্বানে আইনজীবী ও বিচারপ্রার্থীদের স্বার্থে ৭ দফা দাবি নিয়ে রানাঘাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন রানাঘাট বার এসোসিয়েশন।
রানাঘাট বার এসসিয়াশনের সম্পাদক মিলন সরকারের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি জানান যে – প্রতি আর্থিক বছরে সকল আইনজীবি ও বিচারপ্রার্থীদের স্বার্থে ৫০০০ কোটি টাকা কেন্দ্রকে বরাদ্দ করতে হবে।
এছাড়াও, সকল আইনজীবীদের জন্য ৫০,০০০ টাকা ফ্যামিলি পেনশনের ব্যাবস্থা গ্রহণ করতে হবে, নতুন আইনজীবী যাঁরা ৫ বছর পর্যন্ত্য প্র্যাক্টিস করেছে তাঁদের জন্য ১০,০০০ টাকা বৃত্তির ব্যাবস্থা করতে হবে।
সমস্ত আইনজীবীদের জন্য চেম্বার তৈরি করে দিতে হবে। আইনজীবীদের জন্য ই- লাইব্রেরি করে দিতে হবে। বিভিন্ন কমিশনের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পরিবর্তে অভিজ্ঞ আইনজীবীদের নিয়োগ করতে হবে।
আইনজীবীদের বাড়ী তৈরি করার জন্য সর্বনিম্নদরে জমি অধিগ্রহনের জন্য প্রকল্প গঠন করতে হবে এছাড়াও আইনজীবীদের জন্য ২০ লক্ষ টাকার বীমা সহ অন্যান্য বিষয়ের দাবীতে আজকের এই ডেপুটেশন। রানাঘাট বার এসসিয়াশনের সম্পাদক মিলন সরকারের নেতৃত্ত্বে এই ডেপুটেশন কর্মসূচি পালিত হয়।