তারাশঙ্কর গুপ্ত, বাঁকুড়া:দেশের সেরা দশ জেলার মধ্যে স্থান করে নিল বাঁকুড়া।কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রী অফ ড্রিংকিং ওয়াটার এন্ড স্যানিটেশন দ্বারা আয়োজিত ওয়ার্ল্ড টয়লেট ডে ২০১৮ প্রতিযোগিতায় প্রথম দশে স্থান পেল বাঁকুড়া।কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে সে কথা জানান হয়েছে ।
গোটা দেশের মোট ২৫ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪১২ টি জেলা এতে অংশগ্রহণ করে।এই তালিকায় স্থান পেয়েছে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলা ও।
দীর্ঘদিন ধরেই বাঁকুড়া জেলা প্রশাসন শৌচাগার নির্মাণ এবং শৌচাগার ব্যবহারের জন্য নিরন্তর প্রচার চালিয়ে আসছেন ।জেলা শাসক থেকে মহকুমা শাসকগন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকরাও রোজ ভোরবেলা বেরিয়ে প্রচার অভিযান চালিয়েছেন।যুদ্ধ কালীন তৎপরতায় তৈরি করা হয়েছে শৌচাগার।তারই সুফল পেল বাঁকুড়া জেলা ।
বাঁকুড়ার জেলা শাসক ডাঃ উমাশঙ্কর এই সাফল্যের জন্য প্রশাসনের কর্ত কর্মীদের সাথে সাথে সংবাদ মাধ্যমকে ও সাধুবাদ জানিয়েছেন তাদের প্রচেষ্টাকে মানুষের কাছে প্রচার করার জন্য ।