গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের দক্ষিণ পাড়ায় শিবরাত্রি পুজো উপলক্ষ্যে মাটির তৈরি শিব প্রতিমা হয়েছে।আনুমানিক ৩০০ বছর ধরে এখানে পুজো হচ্ছে। ।

ঘোড়ানাশ দক্ষিণ পাড়ার শিব সংঘের পুজো কমিটির পরিচালনায় এই পুজো হচ্ছে। সোমবার শিবের পূজো উপলক্ষ্যে প্রায় ১২ কিলোমিটার দূরে দাঁইহাটের গঙ্গার ঘাট থেকে পাঁয়ে হেঁটে বাঁকে করে গঙ্গার জল এনে বাবার মাথায় ঢালার জন্য ভক্তরা জল নিয়ে চলছে।গভীর রাত্রিতে শিবপুজো হবে। মন্দির চত্বরে ভক্তসমাগম যথেষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here