মদনমোহন সামন্ত : কলকাতায় এলেন বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, সমবায় ও স্বশাসন দপ্তরের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল সাহেব তাঁর দলবল নিয়ে শনিবার কলকাতায় পৌঁছে মৌলানা আজাদ কলেজ-এর বেকার হস্টেলের বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
তিনি তাঁর দলবল এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান ও অন্যান্যদের সঙ্গে নিয়ে কলকাতা পুরসভার সদর দপ্তর-এ যান।
সেখানে তাঁরা কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এর সঙ্গে কলকাতায় কিভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হয় সেই বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে সাংবাদিকদের তিনি জানান কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কলকাতাতে প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো হচ্ছে তা জানতে এসেছিলেন তাঁরা। বিদেশ-এর আরও দুটি শহরে তাঁরা যাবেন একই উদ্দেশ্য নিয়ে । ঢাকা শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে তাঁরা বিশেষভাবে ভাবছেন।