চিকিৎসা বিজ্ঞানে এগোচ্ছে বাংলা এটা আবার প্রমাণিত হল।নারায়না মাল্টিস্পেশালিটি হসপিটাল তাদের বারাসাত শাখায় করল মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি।
হাওড়ার পঙ্কজ হাজরা(৪২) এর শরীরে এই জটিল অস্ত্রোপচার করা হয়েছে।বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে বর্তমানে যে ভাবে হার্টের অসুখ বেড়েছে তা ক্রমশ মারন ব্যাধিতে দাঁড়াচ্ছে।
নারায়না হসপিটাল সকল হার্টের চিকিৎসার সুযোগ সুবিধা এক ছাদের তলায় কম খরচে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সফলতা ও অর্জন করেছে।