নিজস্ব প্রতিনিধি : দালালের পাল্লায় পরে এদেশে কাজের খোঁজে এসেছিল মোহম্মদ খায়রুল ( পরিবর্তিত নাম )। হিলির হাড়িপুকুর এলাকা দিয়ে এ দেশে প্রবেশ করার সময় হিলি থানার ত্রিমোহনী এলাকায় কিশোরটিকে উদ্ধার করা হয়।
তখন তার বয়স ছিল পনেরো বছর । শিশুটির বাবা নেই । বাড়িতে তিনবোন ।
দুবোনের বিয়ে হয়েছে । বাড়িতে অভাব । তাই সংসারে হাল ধরার জন্য সিলেট থেকে একদিন ভারতে আসার পরিকল্পনা করে ফেলে সে এবং দালালের সঙ্গে যোগোযোগ করে
। সেই মোতাবেক শিশুটি পৌঁছে যায় হিলিতে । কিন্তু বিধি বাম । তিরিশে ডিসেম্বর ২০১৭ সালে হিলি থানার পুলিশ ওকে উদ্ধার করে ত্রিমোহনী এলাকা থেকে এবং দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে শিশুটিকে বালুরঘাট শুভায়ন হোমে রাখা হয় ।
১লা জানুয়ারী ২০১৮ থেকে শিশুটির আশ্রয় হয় এই শুভায়ন হোম । এরপর শিশুটির পরিবারের সঙ্গে যোগোযোগ করার পর দু’দেশের হাই কমিশনের উদ্যোগে আজ তাকে দেশে ফেরানো সম্ভব হলো । শিশুটির প্রত্যর্পণের সময় দু’দেশের বি এস এফ, বি জি বি এবং দুদেশের ইমিগ্রেশন অফিসের আধিকারিকগণ সহ অনেক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।