নিজস্ব প্রতিনিধি বনগাঁ :::বেআইনি ভাবে ধান ক্রায় বিক্রয় করার সময় এক দালাল কে ধান সহ গ্রেফতার করল পুলিশ৷ বৃহস্পতি বার বিকালে ঘটনাটি ঘটে বনগাঁ ব্লক কৃষী মান্ডিতে।
ধৃত দালালের নাম তাপস মন্ডল। বাড়ি বনগাঁ থানার চড়ুই গাছি এলাকায়। উদ্ধার হয় ৩২০ বস্তা ধান।
ধৃত কমদামে এলাকা থেকে ধান কিনে অন্যের কৃষান কার্ড নিয়ে কৃষানমাধ্যতে বিক্রি করত।