মদনমোহন সামন্ত : কলকাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, সমবায় ও স্বশাসন দপ্তরের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তাজুল সাহেব তাঁর দলবল নিয়ে শনিবার কলকাতায় এসেছিলেন বেশ কিছু কর্মসূচি উপলক্ষে।

কলকাতা পৌঁছে তিনি মৌলানা আজাদ কলেজ-এর বেকার হোস্টেলের বঙ্গবন্ধু স্মৃতিকক্ষে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান সহ অন্যান্য পদাধিকারীরা । প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, শেখ মুজিবুর রহমান তাঁর ছাত্রাবস্থায় বেকার হস্টেলে থেকে পড়াশোনা করতেন।

পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধের সময়েও তিনি বহুবার হস্টেলের ওই কক্ষতেই থেকেছেন। বর্তমানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত কক্ষটি তাঁর মর্মরমূর্তি, ব্যবহৃত আসবাবপত্র, তাঁর লেখা গ্রন্থাদি ও নানা মুহূর্তের বহু ছবি সহ বিশেষভাবে সংরক্ষিত রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here