নিজস্ব সংবাদদাতা , পূর্ব-বর্ধমান: শুক্রবার বিকালে বামেদের আংশিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই অন্যান্য দলগুলিকে আসন্ন নির্বাচনে টেক্কা দিতে ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে বাম কর্মী ও সমর্থকরা।
তালিকার ২৫টি আসনের মধ্যে পূর্ব-বর্ধমান লোকসভা কেন্দ্রে বামেদের প্রার্থী নির্বাচিত হয়েছে গতবারের প্রার্থী ঈশ্বর দাস। আজ সন্ধ্যা থেকেই পূর্ব-বর্ধমানের কাটোয়া ও দাঁইহাটের একাধিক জায়গায় তারা ঈশ্বর দাসের নামে দেওয়াল লিখতে শুরু করে দিয়েছে।
এক্ষেত্রে বলাই যায় যে , আসন্ন নির্বাচনে অন্যান্য দল গুলিকে ভোট যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বাম কর্মী ও সমর্থকরা।