নিজস্ব প্রতিনিধি :🎂বিজেপির লিখা প্রচারমূলক বেশ কয়েকটি দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বালুরঘাট পুরসভার বিদায়ী কাউন্সিলর শঙ্কর দত্তর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
জানাগেছে, গণতন্ত্র বাঁচাও যাত্রা উপলক্ষ্যে প্রটিটি বুথে পাঁচটি করে দেওয়াল লিখছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। সোমবার বিকেলে বালুরঘাট শহরের ৮ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখতে যায় বিজেপি কর্মীরা। অভিযোগ, এলাকার ইনক্লাব এলাকায় প্রথম একটি দেওয়াল লিখতে গেলে স্থানীয় বিদায়ী কাউন্সিলার শঙ্কর দত্ত বাঁধা দেন।ওই দেওয়ালটি তৃণমূলের দখলে বলে দাবী করা হয়।
শঙ্কর বাবুর দাবী করা দেওয়ালটি ছেড়ে অন্য পাঁচটি দেওয়াল লিখে চলে আসেন বিজেপি কর্মীরা। মঙ্গলবার সকালে গিয়ে তারা দেখতে পান বিজেপির লিখা সবকটি দেওয়াল মুখে ফেলা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি জেলা নেতৃত্বরা। ঘটনাস্থলে ক্ষোভ উগড়ে দেন তারা।
বালুরঘাট টাউন মন্ডলের সভাপতি মিঠু মহন্ত বলেন, তারা যখন দেওয়াল লিখতে গিয়েছিলেন তখন বিদায়ী কাউন্সিলর তাদের নানা ভাবে বাঁধা দিচ্ছিল। তবে বিজেপি পক্ষ থেকে বাড়ির মালিকের অনুমতি নেওয়া হয়। সন্ধ্যায় তারা দেওয়ালগুলি লিখে চলে আসেন। কিন্তু রাত এগারোটা নাগাদ বিদায়ী কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে সেই দেওয়ালগুলি মুছে দিয়েছেন।
বালুরঘাট পুরসভার বিদায়ী কাউন্সিলর শঙ্কর দত্ত বলেন, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলেছে বিজেপি। তারা নিজেরা দেওয়াল মুছে প্রচারে আসতে চাইছে।