নিজস্ব প্রতিনিধি : নর্থবেঙ্গল বাঁসফোর এন্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাজেশানের অধীনে এবার যোগ দিলো দক্ষিণ দিনাজপুর জেলা হরিজন কল্যান সমিতির সদস্যরা। রবিবার এনিয়ে একটি বিশেষ বৈঠক হল বালুরঘাটে। হরিজনদের অভাব অভিযোগ দীর্ঘদিন ধরেই।
এনিয়ে অবশ্য আগেই দক্ষিণ দিনাজপুর জেলা হরিজন কল্যান সমিতির গঠন করেছে এলাকার হরিজনরা। তবে নিজেদের স্বার্থে এবার উত্তরবঙ্গ জুড়ে এক হচ্ছেন তারা।
এনিয়ে এদিন বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি বিশেষ বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন, নর্থবেঙ্গল বাঁসফোর এন্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাজেশানের সম্পাদক গৌতম বাঁসফোর, দক্ষিণ দিনাজপুর জেলা হরিজন কল্যান সমিতির সভাপতি নারায়ণ মল্লিক, সম্পাদক ছোটন বাঁসফোর, কোষাধ্যক্ষ গঙ্গা বাঁসফোর সহ শতাধিক হরিজন সম্প্রদায়ের মানুষ।
গৌতম বাঁসফোর বলেন, মাইনে বা অনান্য সমস্যা থাকেই তাদের। নিজেদের দাবীদাওয়া আদায় এবং সামাজিক উন্নয়ণে তারা এক হচ্ছেন।
এর আগে উত্তরবঙ্গের সাতটি জেলাকে নিয়ে বৈঠক করা হয়েছে। এবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিজনদের নিয়ে বৈঠক করলেন তারা।