তারাশঙ্কর গুপ্ত, বাঁকুড়া: কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মচারী সংগঠন। আর সেই ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ায়।
শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ছবিটা আরো বেশী স্পষ্ট হয়ে উঠেছে। আন্দোলনরত কর্মচারী সংগঠনের নেতৃত্ব বাঁকুড়া শহরের মাচানতলায় স্টেট ব্যাঙ্কের জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচীতে অংশ নিয়েছেন।
ধর্মঘটের খবর না পেয়ে ব্যাঙ্কে এসে ফিরে যাচ্ছেন অনেক গ্রাহক। ফলে প্রচণ্ড সমস্যায় পড়ছেন একটা বড় অংশের মানুষ ।
সূত্রের খবর, আজ ২১ থেকে ২৬ ডিসেম্বর অর্থাৎ মোট ৫ দিন ব্যাংকে কোন ধরণের কাজ হবে না৷ কারণ,কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতায় ২১ ডিসেম্বর ধর্মঘটে অংশ নিয়েছে ব্যাঙ্ক গুলি। ২২ ডিসেম্বর, মাসের চতুর্থ শনিবার এবং২৩ তারিখ রবিবার ঘোষিত ছুটি থাকায় ব্যাঙ্ক বন্ধ৷
ফলে এই দু’দিন স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক বন্ধ।আবার ২৪ তারিখ সোমবার একদিনের জন্য ব্যাংকগুলি খুললেও ২৫ তারিখ বড় দিনের ছুটি এবং ২৬ ডিসেম্বর ইউনাইটেড ফোরামের তরফে ব্যাঙ্ক ধর্মঘট রয়েছে৷ ফলে টানা এই ব্যাঙ্ক ধর্মঘটে আর ছুটির ফাঁদে পড়ে সাধারণ মানুষ চিন্তায় পড়েছেন ।