মদনমোহন সামন্ত, কলকাতা, 11 মার্চ 2019 : গতকাল নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করেছেন। আজ সোমবার বিকালে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব রাজনৈতিক দলগুলিকে নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেন।

বৈঠকটি অনুষ্ঠিত হয় মুখ্য নির্বাচন আধিকারিক এর কার্যালয়ে । বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেসের তরফে এসেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি ও মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

ভারতীয় জনতা পার্টির তরফে ছিলেন রাজ্যের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। সিপিএম থেকে এসেছিলেন পরিষদীয় দলনেতা রবীন দেব। সি পি আই এর পক্ষ থেকে ছিলেন অশোক রায় এবং প্রবীর দেব।

কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দেবব্রত বসু এবং প্রদীপ দত্ত। গতকাল নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে গিয়েছে।

প্রতিটি দলই মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছে আবেদন রেখেছেন যাতে নির্বাচন বিধি সঠিকভাবে প্রয়োগ করা হয়। তৃণমূলের তরফে নির্বাচনের মধ্যে রমজান মাস পড়ে যাওয়ায় নির্বাচনী নির্ঘণ্ট পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here