মদনমোহন সামন্ত, কলকাতা, 13মার্চ 2019 : দিদিমণির প্রিয় ‘শোভন কানন বৈশাখী ঝড়ে’ উথালপাতাল। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপিতে যাচ্ছেন না । বিজেপি থেকে ফোন এসেছিল। তিনি এখন যাচ্ছেন না বলে ভবিষ্যতেও যাবেন না এমন কোন কথা বলছেন না ।
ভবিষ্যতে যাওয়ার দরজা খোলা রেখেছেন । তিনি এখন কোন রাজনৈতিক দলের সদস্য নন । এক বছর আগে ছিলেন । রায়চক এর ঘটনা নিয়ে জানিয়েছেন , শোভনবাবু উপরতলা পর্যন্ত ফোন করেও কোনো সুরাহা পাননি।
তাই তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ করেন । নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছেন তাতে তাঁরা খুশি । তাঁরা দেখতে চান ভবিষ্যতে শেষ পর্যন্ত কি হয় ! তারপর পরবর্তী পদক্ষেপ নেবেন । সূর্যকান্ত মিশ্র যে ভাষাতে তাঁদের পাশে দাঁড়িয়েছেন সেজন্য তারা কৃতজ্ঞ ।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য জানানোর পর শোভন চট্টোপাধ্যায়কে ঘরের ভেতর থেকে ডেকে নিয়ে আসেন । সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শোভন চট্টোপাধ্যায় জানান , তৃণমূলের হয়ে প্রচারের জন্য তাঁকে কেউ এখনো বলেননি আবার নাও করেননি ।
40 বছর রাজনীতিতে আছেন। নিজের শিশুকে বিষ দেওয়ার আগে ভাবতে হবে বলে জানান। জানিয়েছেন, লুকিয়ে কিছু করেননি। যা করেছেন সবার সামনেই করেছেন । দৈনন্দিন কাজকর্ম যেমন করতেন তেমনি করে যাচ্ছেন । বিবাহবিচ্ছেদের কাগজপত্র তৈরি করেছেন। বিজেপিতে যাওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলে হ্যাঁ বা না কিছুই জানাননি।