নিজস্ব সংবাদদাতা : বুধবার বিকালে সাংবাদিকদের আহ্বান করেছেন অধ্যাপিকা বৈশাখী বন্দোপাধ্যায়। কি কারনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চাইছেন সে নিয়ে জল্পনা শুরু হয়েছে ।

কয়েকদিন আগে বৈশাখী এবং কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় সাংবদিকদের বলেছিলেন তাঁরা তাঁদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন এবং এও বলেছিলেন যে যা করবেন দুজনে মিলেই করবেন ।

সে দিক দিয়ে এই সাংবাদিক সম্মেলন গুরুত্বপুর্ন হয়ে উঠেছে । পাশাপাশি আরেকটি ঘটনাও ঘটে গেছে এরই মধ্যে। বন্ধু শোভন সহ পরিবার নিয়ে ঘুরতে গিয়ে রায়চকে অসহনীয় অবস্থার মধ্যে পড়েছিলেন বৈশাখী দেবী৷

অভিষেক বন্দোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র রায়চকে দেড় দিন তাঁদের হোটেল ঘিরে রাখে সশস্ত্র দুষ্কৃতীরা । চলে কুৎসিত গালাগালি। এমনকি ধর্ষন ও খুনের হুমকি দেওয়া হয় । বলা বাহুল্য অভিযোগ ছিল এই দুষ্কৃতীরা  তৃনমূল আশ্রিত।

ঘটনাস্থল থেকেই ফোন মারফৎ বৈশাখী ক্ষোভ উগরে দিয়েছিলেন পুলিশের বিরুদ্ধে৷ তারপর কোনও মতে কলকাতায় ফিরে আসা৷ সেই বিষয় নিয়ে কথা বলবেন কি ? জল্পনা ক্রমশ চড়ছে৷

শোভন-বৈশাখী বিতর্কে পর মন্ত্রীত্ব, মেয়র পদ গেছে শোভনের ৷ দলের কর্মসূচিতেও তাঁর হাজিরা নেই বললেই চলে৷ বিষয়টি নজর এড়ায়নি বিজেরপি নেতাদের৷ ভোটের বাজারে তাঁদের ‘টার্গেট’ ছিলেন শোভন৷

বিষয়টি স্পষ্ট করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ ইঙ্গিতপূর্ণভাবে বলেছিলেন. ‘‘বিজেপির দরজা খোলা আছে’’৷ দিদির ভাইয়ের উত্তর অবশ্য জানা যায়নি৷

শোভন প্রকাশ্যে নিরুত্তর দেখে এবার পদ্ম শিবিরের নেতাদের নজরে মিল্লি আল আমিন কলেজের অধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, বিজেপির প্রার্থী হতে প্রস্তাব দেওয়া হয়েছে ‘শোভন বান্ধবী’ বৈশাখীকে৷

শোনা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কথা মতো ইতিমধ্যেই বৈশাখীকে ফোন করে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হতে প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়।

বিজেপির প্রস্তাব এসেছে, মেনে নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় নিজেও৷ তবে তাঁর সিদ্ধান্ত এখনও জানা যায়নি৷ আজ বিকেলে কী তাহলে সেই জল্পনারই অবসান হতে চলেছে? মনে করা হচ্ছে, ভোটের আগে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷আর বৈশাখীর পথই শোভনের পথ হয়ে উঠছে কিনা সেটাও দেখার ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here