গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : আজও বহুরূপী সেজে মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি নিজেদের আর্থিক রোজগারটা করে জীবিকা নির্বাহ করে বহুমানুষ।
মা মাটি মানুষের সরকার বহুরূপী দের লোকশিল্প প্রসারে কার্ড সহ মাসিক হাজার টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন।
কাটোয়ার আখড়া গ্রামের শ্রীহরি রায় ছোট থেকে বিভিন্ন রকম সাজে বহুরূপী সেজে গ্রামে গ্রামে ঘুরে মানুষকে ও বাচ্চাদের আনন্দ দান করেন।
তেমনি আজ শনিবার ঘোড়ানাশ গ্রামের বিভিন্ন পাড়ায় তারাসুন্দরী সেজে মানুষকে আনন্দ দান করছেন।