এক বছর আগে ফোনের মাধ্যমে ঝাড়খণ্ড এর এক যুবকের সঙ্গে বাগুইআটির বাসিন্দা এক তরুণীর বন্ধুত্ব হয়। মাঝে একবার দেখা করে কিছু ছবি তুলে নেয় ওই যুবক।
তরুণী এই সম্পর্ক আর না চাইলে তরুণীর ছবি ও নাম দিয়ে ফেক ফেসবুক একাউন্ট খুলে বাজে মন্তব্য ও পার্সোনাল ছবি পাঠিয়ে দেয় তার স্বামী ও আত্মীয়দের মধ্যে এর পর সেই যুবক টাকার দাবি করতে থাকে।না হলে আরো অন্য ছবি ইউটিউবে আপলোড করার হুমকি দিতে থাকে।
এর পর এই তরুণী গত 11/7/18 তারিখে বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে 26/11/18 তারিখে অভিযুক্ত যুবক অমিত কুমারকে ঝাড়খন্ড থেকে গ্রেফতার করে বিধাননগর সাইবার থানার পুলিশ। আজ বিধাননগর কোর্টে তোলা হবে।