অর্ণব মৈত্রঃ বসিরহাট মহকুমা জুড়ে চোলাই বিক্রি বন্ধ করতে জোর তৎপরতা শুরু হয়েছে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে। নদীয়ার শান্তিপুরে বিষ মদে মৃত্যুর ঘটনার পর থেকে বসিরহাট মহকুমার মোট নটি থানায় ১০ টি মামলা রুজু করা হয় পুলিশের পক্ষ থেকে।
বুধবার রাতভর তল্লাশি চালিয়ে বসিরহাট বাদুড়িয়া স্বরূপনগর হাড়োয়া সহ নটি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোট ৩৫ জন চোলাই কারবারীকে। উদ্ধার হয় ৩৮০ লিটার চোলাই মদ। যার মধ্যে বসিরহাট থানা থেকেই উদ্ধার ৬৫ লিটার চোলাই মদ। বসিরহাট পশ্চিম দন্ডিরহাট থেকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করে মদ বিক্রেতা সঞ্জীব চৌকিদার ও ভোলা কুন্ডুকে।
মদ বিক্রি বন্ধ করতে এই অভিযান লাগাতার চালানো হবে বলে উল্লেখ করে বসিরহাটের এসপি কে শবরী রাজকুমার জানান, ‘ মদ বিক্রি বন্ধ করতে আমাদের এই অভিযান চলবে। সব থানা গুলিকেই নির্দেশ দেওয়া হয়েছে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য’।