অর্ণব মৈত্রঃ রৌদ্র পোহাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধার।ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা আটকড়িয়া পূর্বপাড়ায়।প্রকাশ, মৃত ওই বৃদ্ধার নাম আয়েসা বিবি (৭০)।
আজ সকালের খাওয়া সেরে ওই বৃদ্ধা নিজের বাড়ির সামনে রৌদ্র পোয়াচ্ছিলেন।সেই সময় ডব্লুবি ২৫ ই ৩০১০ নম্বরের একটি ট্রাক ওই বৃদ্ধা মহিলার পিছন দিক থেকে মাথা পৃষ্ট করে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার।ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা।
খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ এসে ওই বৃদ্ধা মৃত দেহটিকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য ।
স্থানীয় সূত্রে জানা জায় যে ,এই বৃদ্ধা মানসীক ভারসাম্যহীন। এদিন তিনি শিতের কিছু পোশাক ও বিছানার চাদর গায়ের শুয়ে ছিলো। গাড়ীর চালক বুঝতে পারিনি যে, ওখানে মানুষ শুয়ে আছে, না জেনেই এই ঘটনা। তবে এলাকার সমাজসেবী আব্দুল কাদের সরদার বলেন,এই ভাবে জনবহুল এলাকায় গাড়ী চালানো ঠিক নয়,যেখানে একটি মানুষ শুয়ে আছে,না দেখে গাড়ি চালিয়ে দেওয়া কতটা যুক্তি যুক্ত।
আমার দাবি আজকাল চালকদের ড্রাইভিং লাইসেন্স পরিক্ষা করিয়ে চালকে গাড়ি চালানো উচিত বলে মনে করি।