নিজস্ব প্রতিনিধি : আসানসোলের হীরাপুর থানার বার্নপুরে ইস্কো কারখানার চাকরি প্রার্থীরা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। চাকরি দাবিদারদের অভিযোগ, ডেথ বেনিফিটে চাকরি প্রার্থীদের চাকরি হয়নি দীর্ঘদিন ধরে। এ নিয়ে তারা 2016 সালে একবার আন্দোলনে নামে। তাদের আরো অভিযোগ সে সময় আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এই প্রার্থীদের আশ্বাস দেন বিষয়টি দেখবেন বলে। আজ আসানসোলের সম্প্ৰীতি হলে এক অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়কে সামনে পেয়ে পুনরায় তাঁদের অভিযোগ তুলে ধরেন এই সমস্ত চাকরি পার্থীরা। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয় ।