নিজস্ব প্রতিনিধি: আসানসোলে রেলের একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, গতকাল কাঁথিতে যা ঘটেছে তা অভিপ্রেত ছিল না ।
বিজেপির নামে মিথ্যে দোষ চাপানো হচ্ছে। যেখানে অমিত শাহ এর সভা হচ্ছে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা নিশ্চয়ই সভা ছেড়ে অন্যত্র মারামারি করতে যাবেন না।
পাশাপাশি এদিন টিএমসিকে ‘টিএমছি’ বলেও সম্বোধন করেন বাবুল সুপ্রিয়। শেষে দাবি জানিয়ে যান প্রধানমন্ত্রীর সভায় অগুনতি লোক হবে এবং সভা অভাবনীয়ভাবে সফল হবে ।