কুচবিহার :কালিম্পঙয়ের পুলিশ সুপার ধ্রুবোজ্যোতি দে নয়, এসআইআরবির কমান্ডেন্ট অভিষেক গুপ্তাকে কোচবিহারের পুলিশ সুপার করে পাঠানো হচ্ছে।
আজ ফের পুলিশের রদবদল নিয়ে এক নির্দেশিকা জারি হওয়ার পর এখবর জানা গিয়েছে। অন্যদিকে কোচবিহার জেলা পুলিশ সুপার ভোলানাথ পান্ডে কে সিআইডির সুপারিটেন্ডেন্ট পদে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
এর আগে একটি নির্দেশিকায় কোচবিহারে নতুন পুলিশ সুপার হয়ে কালিম্পঙয়ের পুলিশ
ধ্রুবোজ্যোতি দে আসবেন বলে জানানো হয়েছিল। কিন্তু অল্প কয়েক দিনের মধ্যে ফের ওই নির্দেশিকার বদল করে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।