নিজস্ব প্রতিনিধি : তিনটি খুনে অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী টিনু ভট্টাচার্য ওরফে মিঠুনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো নিউটাউন থানার পুলিশ
১৯৯৯ সাল থেকে ২০০০ সালে হাওড়াতে মনু মার্ডার কেস, টিটাগরে রসগোল্লা মার্ডার কেস ও বাগুইআটিতে প্রতাপ কোলে (আতেল) মার্ডার কেসে অভিযুক্ত ধৃত এই টিনা ওরফে মিঠুন ভট্টাচার্য।
পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ যে নিউটাউনের হাতিয়ারা এলাকাতে আগ্নেয়াস্ত্র সহ ঘুরে বেড়াচ্ছে কুখ্যাত দুষ্কৃতী টিনু ওরফে মিঠুন। পুলিশ সেই খবরের ভিত্তিতে হাতিয়ারাতে হানা দিয়ে মিঠুনকে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। কি কারণে সে নিউটাউনে এসেছিল। কোনো ক্রাইম করার উদ্দেশ্যে ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে।