নিজস্ব প্রতিনিধি : বিজেপি নেতার উপর হামলা অভিযোগ দুষ্কৃতীকারী কারিদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায়। আহত বিজেপি নেতার নাম অপূর্ব চক্রবর্তী। গুরুতর আহত অবস্থায় অপূর্ববাবুকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় তাকে।

ইসলামপুর বিজেপির পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

বুধবার রাতে ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ইসলামপুর শহরের বাসিন্দা বিজেপি নেতা অপূর্ব চক্রবর্তী। রাত দশটা নাগাদ বিয়ে বাড়ি তিনি বাড়ি ফেরার জন্য রওনা হন তিনি।

অভিযোগ, পথে তৃনমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতীরা আচমকা আক্রমন করে অপূর্ববাবুকে। দশ বারো জনের একটি দল অপূর্ব চক্রবর্তীকে এলোপাথাড়ি মারধর শুরু করে। স্থানীয় বাসিন্দারা ছুটে আসলে পালিয়ে যায় দুস্কৃতীরা।

এই ঘটনা নিয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সাধারন সম্পাদক সুরজিৎ সেন বলেন, দলের ইসলামপুর শহর বিজেপির প্রাক্তন সভাপতি ইসলামপুর মহকুমা আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য অপূর্ব চক্রবর্তীর উপর হামলা করেছে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা।

ইসলামপুরের গুঞ্জরিয়ায় আমাদের দলের সক্রিয় কর্মী অপূর্ব চক্রবর্তীর উপর তৃনমূলী হামলার তীব্র নিন্দা করছি। পাশাপাশি দুস্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছেন বিজেপি নেতা সুরজিৎ সেন।

যদিও ইসলামপুর তৃনমূল কংগ্রেস নেতা জাকির হোসেন বলেন অপূর্ববাবুর উপর হামলার ঘটনা তাদের দল কোনওভাবেই জড়িত নয় । ইসলামপুরে বিজেপির কোনও প্রভাবই নেই। এখানে বিজেপি দিশেহারা হয়ে এইসব অপপ্রচার করছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরের গুঞ্জরিয়া এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here