নিজস্ব প্রতিনিধি: ফের রক্ষীহীন এটিএম কাউন্টারে মেশিন হ্যাক করে টাকা তোলার অভিযোগ। হাতে নাতে ধৃত এক, বাকি আর একজন পালিয়ে যায়।
উদ্ধার হয় বেশ কিছু ব্ল্যাঙ্ক কার্ড। ধৃতের নাম সঞ্জয় মন্ডল বাড়ি আসানসোল। তাকে বিধাননগর দক্ষিণ থানার হাতে তুলে দেওয়া হয়।
সল্টলেকের এফডি ব্লকের এসবিআই-র এটিএম থেকে টাকা তুলতে আসেন পুলক ব্যানার্জী নামে এক ব্যক্তি। তিনি কাউন্টারে ঢুকে আট হাজার টাকা তুলতে গেলে তার ট্রানজ্যাকসন টাইম আউট দেখায়। তিনি বেরিয়ে আসার পর দেখেন দুজন ওই এটিএম থেকে টাকা তুলছে। তখন অভিযোগকারীর সন্দেহ হয়। তিনি ভিতরে গিয়ে একজনকে ধরে ফেলেন। ততক্ষনে তার কাছে এসএমএস এসে যায় যে তার আট হাজার টাকা উঠে গেছে।
এর পর বিধান নগর দক্ষিণ থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়। এর সাথে আর কারাকারা জড়িত আছে খতিয়ে দেখছে পুলিশ।তবে এই ঘটনায় আতঙ্কিত গ্রাহকরা।