নিজস্ব প্রতিনিধি: কালিয়াচক থানার সুজাপুরের ইউ বি আই ব্যাঙ্কের যে শাখাতে বছর খানেক আগে দিন দুপুরে 35 লক্ষ টাকা লুট হয়েছিল, সেই শাখার এটিএম ভাঙ্গার চেষ্টা করে তিনজন স্থানীয় দুষ্কৃতী।
ভোর হয়ে যাওয়ায় স্থানীয় জনতা দুজনকে ধরে ফেলে। একজন পালিয়ে গেছে। গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে।
ধৃতদের বাড়ি কালিয়াচক থানার চাষপাড়া গ্রামে। ধৃতদের মধ্যে একজন স্থানীয় কংগ্রেস নেতার ভাইপো।