বেঙ্গল ওয়াচ ওয়েব ডেস্কঃ ঘরের মাঠে হেরে গেল এটিকে।আইএসএলে বেঙ্গালুরুর কাছে ২-১ গোলে হেরে যায় এটিকে।ম্যাচের ১৫ মিনিটের মাথায় কলকাতা কোমাল থাটালের করা গোলে এগিয়ে যায়।প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বেঙ্গালুরুর হয়ে গোল শোধ করে মিকু,এরপর ৪৭ মিনিটে গোল করে জয় নিশ্চিত করে এরিক।