বাবলু প্রামানিক,দক্ষিণ ২৪পরগনা,১২ই মার্চ:
এমব্রয়ডারী কারখানার আড়ালে অস্ত্র কারখানার হদিশ গ্রেপ্তার ২। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর জেলার পুলিশ কুলতলী থানার যৌথ উদ্যোগে তাদের উডফাহার করা সম্ভব হয়।
জানা যায়, নাপিতখালীর টেংরা মিছি গ্রামের এ মোটর এবং সেলাই মেশিনের কারখানার আড়ালে বিগত দুবছর ধরে এই বিশাল অস্ত্র কারখানা চলছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আজ বারুইপুর স্পেশাল অপারেশন টিম ও কুলতলী থানার উদ্যোগে কারখানায় হানা দেয়।
বিশাল পুলিশবাহিনী চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে তখন ও ভিতরে চলছিল অস্ত্র তৈরি। পুলিশ হাতেনাতে ওই কারখানার ভেতর থেকে আব্দুল রুহুল মোল্লা (৫২) এবং তার ছেলে আব্দুল কাহের মোল্লাকে(২৫) গ্রেপ্তার করে।
এই কারখানা থেকে তিনটি সিঙ্গেল পাইপ গান, ৩টি ওয়ান সাটার।পাইপ গান, ৬ টি লোহার পাইপ ব্যারেল, ১৮ টি শর্ট পাইপ ব্যারেল টি এবং অসংখ্য স্প্রিং,১৪৬রাউন্ড কার্তুজ, ৫৫রাউন্ড গুলি ও প্রচুর পরিমাণে লোহার সরঞ্জাম, ড্রিল মেশিন, পালিশ মেশিন, l উদ্ধার করা হয়।আজ তাদেরকে বারুইপুর আদালতে তোলা হচ্ছে প্রশাসন সূত্রে জানা যায় বিশদ জানার জন্য প্রশাসন তাদের নিজেদের হেফাজতে চাইবে।