নিজস্ব প্রতিনিধি : তিনি সিআরপিএফ জওয়ান ছিলেন। গতকাল দুপুরে ছত্তিশগড়ের সুকমা জঙ্গলে রুটিন তল্লাশি চালানোর সময় আইইডি বিস্ফোরণে গভীর আঘাত পান তিনি। পায়ের তলা থেকে ছিন্নভিন্ন হয়ে যায়।
তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় রাইপুরে সেখানেই তাকে মৃত বলে ঘোষনা করা হয়। খবর আসে আসানসোলের নিউ ঘুসিক এলাকায়। সেখানে নেমে আসে শোকের ছায়া। পরিবারে বাবা, মা, স্ত্রী ছাড়াও তিন সন্তান আছে সঞ্জিত কুমার।
বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে শোকে বিহ্বল গোটা পরিবার। আজ সঞ্জিত কুমার এর মরদেহ কলকাতা বিমানবন্দরে আনা হলো সিআইএসএফ এর তরফ থেকে বিমানবন্দরে গার্ড অব অনার দেওয়া হয় এখান থেকে মৃতদেহ আসানসোলে তার বাড়িতে নিয়ে যাওয়া হল