নিউজ ডেস্ক :জেলা হাসপাতালে উন্নীত হলেও পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেই বললেই চলে। এখানে চিকিৎসকরা বহুবার আক্রান্ত হলেও পুলিশের সাহায্য পাওয়া যায়নি। এনআরএস কান্ডের পরে আসানসোল জেলা হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর দাবি জানানো হয়েছে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী মলয় ঘটকের কাছে, হাসপাতালের সুপার পুলিশ কমিশনারের সঙ্গে দেখাও করেছেন।
আসানসোল হাসপাতালে ভর্তি থাকেন প্রতিদিন প্রায় অন্তত ৭০০ রোগী। হাজারের বেশি রোগী আউটডোরে চিকিৎসা করান। হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্ত হয়েছে হাসপাতাল। রোগীর সঠিক চিকিৎসা হয়নি এই অভিযোগ তুলে চিকিৎসকদের উপর আক্রমণ হয়েছে। বহু সময়ে চিকিৎসকরা থানায় অভিযোগ দায়ের করেছেন।
কিন্তু প্রতিশ্রুতি ছাড়া কাজের কাজ হয়নি।হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার সঞ্জিত চট্টোপাধ্যায় বলেন, ‘শুধু আমাদের জেলা নয়, ভিন জেলা ও রাজ্য থেকেও এখানে প্রচুর রোগী আসেন। তাই আমাদের মনে হয়, এখানে অবশ্যই সমস্ত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকা উচিত।