সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম : প্রায় প্রত্যেক দিনই রেললাইনের ক্রসিং গেট পেরিয়ে বহু বাইক আরোহী, সাইকেল আরোহী, সাধারণ মানুষ রেল লাইনের ওপর দিয়ে চলে যাচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে।
গতকাল রাত্রে নলহাটী স্টেশনে ক্রসিং গেট বন্ধ থাকা সত্ত্বেও তিনজন বাইক আরোহী জোর করে রেল গেট পেরিয়ে লাইন পাড় হচ্ছিল। হঠাৎই তাদের বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায় , আর ঠিক তখনই শতাব্দী এক্সপ্রেস লাইনে আসছে দেখে বাইক ফেলে ওই তিনজন বাইক আরোহী ছুটে পালায়।
শতাব্দী এক্সপ্রেস বাইকটিকে প্রায় ১০০মিটার ছেঁচড়িযে নিয়ে যায়। বাইকটির পেছনের অংশ প্রায় ভেঙে গেছে। বাইকটিকে জি.আর.পি.এফ নিয়ে যায়। এখনও খোঁজ মেলেনি বাইক মালিকের।