নিজস্ব প্রতিনিধি : আর্থিক ক্ষতি করে সভার জন্য আর অমিত শাহকে জমি দেবেন না চিনু
অমিত শাহকে সভা করার জন্য একবার জমি দিয়েছেন চিনু মণ্ডল। কিন্তু আর নয়।
আর্থিক ক্ষতি করে সভার জন্য আর জমি দেওয়া যাবে না। সাফ জানিয়ে দিলেন কোচবিহারের চিনু। বলেন, ‘ধান কাটা হয়ে যাওয়ায় কয়েকদিন জমি ফাঁকা পড়েছিল। তাই দল বলায় সভার জন্য জমি ব্যবহার করতে দিয়েছিলাম। কিন্তু দু-একদিনের মধ্যেই জমিতে আলু লাগাব। তাই দল চাইলেও আর জমি দিতে পারব না।’
প্রসঙ্গত, সভার মাঠ জোগাড় করতে না পেরে কোচবিহারে বিজেপি কর্মী চিনুর ৮ বিঘা ধানজমিতেই রথযাত্রার সূচনা সভা করেছিল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সভা করবেন জেনে জমি দিতে দ্বিধা করেননি একদা চখচখা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য চিনু। কিন্তু অমিত আসেননি। জমিতে পা রাখেননি কৈলাস বিজয়বর্গীয়, রূপা গাঙ্গুলি-সহ অন্য নেতারাও। ফলে কিছুটা হতাশও চিনু।
জমি ব্যবহার করার জন্য কিছু অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। চিনুর ছেলে মানস বলেন, ‘কতটা কী টাকা পাব, তা নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলব।’
বিজেপি তাদের কর্মীদের ওপরে তৃণমূলের ‘সন্ত্রাস’-এর অভিযোগ করলেও দীর্ঘদিনের বিজেপি কর্মী চিনু তা মানছেন না। তাঁর কথায়, ‘আমার জমিতে সভা করতে দিয়েছি বলে আমাকে কেউ কিছু বলেনি। এলাকার সকলের সঙ্গেই আমার সম্পর্ক ভাল’।