সংবাদদাতা: নতুন বছর কে স্বাগত জানিয়ে শহর কলকাতায় আবার রং এর উৎসব।
আর্ট লাইন 18 – কালার অফ বেঙ্গল আয়োজন করেছে এই রং উৎসবের। চলতি মাসের ২৬ তারিখ থেকে ২৯ তারিখ চার দিন ব্যপি উৎসব চলবে দক্ষিণ কলকাতার অভিসার আর্ট গ্যালারীতে।
আর্ট লাইন 18 এর ১৮ জন শিল্পীর ছবিতে গ্যালারির দেয়াল জুড়ে থাকবে শুধু রং।
জল রং, তেল রং,এক্রালিক রং নানা মাধ্যমের শিল্প কর্ম দেখতে পাবে শহর কলকাতার শিল্প প্রেমী মানুষেরা।
আর্ট লাইন 18 এর প্রেসিডেন্ট শ্যামলী কর্মকার জানান, ২৬শে জানুয়ারি সন্ধ্যায় রং উৎসব শীর্ষক এক্সিবিশন উদ্বোধন করবেন বিশিষ্ট চিত্র শিল্পী ওয়াসীম আর কাপুর, বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান ঋত্বিক দাস ও আর্ট লাইন 18 এর প্রধান উপদেষ্টা রভি মহাপাত্র। শ্যামলী কর্মকার আরও বলেন, পশ্চিম বঙ্গ ও লাক্ষৌর শিল্পী এই এক্সিবিশনে অংশ গ্রহণ করবেন।
রং উৎসব এক্সিবিশনের মিডিয়া পাটনার বেঙ্গল ওয়াচ। আর্ট লাইন 18 এর এক্সিবিশনের প্রতিটি খবর থাকবে বেঙ্গল ওয়াচে।