নিজস্ব প্রতিনিধিঃ  চলন্ত বাসে গতকাল রাতে এক মহিলাকে একা পেয়ে গায়ে হাত দিয়ে জোর করে তার ফোন নাম্বার নেওয়ার চেষ্টা তিন যুবকের।

ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানার আম্বেডকর ব্রিজের উপর, মহিলাটির বাড়ি মিনা কাহাতে সে তার গন্তব্যে মিনা কাহা পদ্মপুকুর থেকে রাত্রিবেলায় বাস ধরে সেই সময় এই বাসে তিন জন যুবক ও ছিল।

মহিলা বাসের সামনের দিকের সিটে বসে মহিলাকে দেখে তিন যুবক ও বাসের সামনে দিকে যায় ,গিয়ে তাকে অশ্লীল মন্তব্য করতে থাকে ।তারপর মহিলা যখন প্রতিবাদ করে তখন মহিলার গায়ে হাত দেয় তিনজন মিলে ।

এমনকি তার ফোনটা জোর করে নিয়ে নেয় নিয়ে ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করে ।আম্বেদকার ব্রিজের উপর যখন ঘটনা ঘটে তখন মহিলা হেল্প হেল্প করে চিৎকার করতে থাকে ও ১০০ তে ফোন করে বাসের লোকেশন বলে সেই লোকেশন শুনে পুলিশ ব্রিজের কাছাকাছি গিয়ে বাসটিকে ধরে ফেলে।

মহিলা সেই পুলিশ দের সমস্ত ঘটনা জানালে পুলিশ তাদেরকে আটক করে। তারপর প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তিন যুবককে পুলিশ অ্যারেস্ট করে। আজ তাদের আলিপুর আদালতে তোলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here